• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

গুরুতর অসুস্থ প্রযোজক ইকবালের স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:২১ পিএম
গুরুতর অসুস্থ প্রযোজক ইকবালের স্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক এমডি ইকবালের স্ত্রী। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গুরুতর অসুস্থ হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রযোজক ইকবাল জানান, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার এখনো কোন পরিবর্তন হয়নি। সবাই দোয়া করবেন।

এমডি একবাল একাধারে একজন প্রযোজক ও পরিচালক। তিনি ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’সহ ৯টি সিনেমা প্রযোজনা করেছেন। পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত তিনি।

এরইমধ্যে আলোচিত তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিলহিম’ নির্মাণ করেছেন এমডি ইকবাল। সিনেমাটির মাধ্যমে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে প্রথম অভিনয় করেন অনন্ত-বর্ষা। পাশাপাশি তার নির্মাণাধীন সিনেমার মধ্যে রয়েছে ‘ব্রিট্রে’ ও ‘ডেস্ট্রয়’।

Link copied!