• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সুখবর জানিয়ে পরিণীতি লিখলেন ‘১‍+১=৩’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৪:২২ পিএম
সুখবর জানিয়ে পরিণীতি লিখলেন ‘১‍+১=৩’
পরিণীতি চোপড়া

ভক্তদের সুখবর জানালেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে। সোমবার দুপুরে দেওয়া এক পোস্টে উচ্ছ্বাসের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন পরিণীতি।

পোস্টে দেখা যায়, সাদা ব্যাকগ্রাউন্ডে লেখা ‘১‍+১=৩’, সঙ্গে আঁকা ছোট্ট দুটি পায়ের প্রতীকী ছবি। পাশাপাশি একটি ছোট ভিডিওতে সবুজে ঘেরা উদ্যানে হাত ধরাধরি করে হাঁটছেন পরিণীতি ও রাঘব। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে পথে…’ সঙ্গে ছিল ডিম ফুটে বেরোনো ছানা আর গোলাপি হৃদয়ের ইমোজি। আরও লিখেছেন, ‘সবার আশীর্বাদপুষ্ট আমরা।’

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রথমবারের মতো মা হতে চলেছেন। কোলাজ

এই খবরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকে। সোনম কাপুর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি, রাকুল প্রীত সিং, স্টাইলিস্ট তানিয়া ঘাভরি—অনেকে মন্তব্যে জানিয়েছেন আনন্দ। পরিণীতির মা রীনা চোপড়া লিখেছেন, ‘এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না! ঈশ্বরের আশীর্বাদ সব সময় তোমাদের ওপর বর্ষিত হোক।’

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে দ্য লীলা প্যালেসে বিয়ের পিঁড়িতে বসেন পরিণীতি ও রাঘব। জমকালো অথচ ঘরোয়া সেই আয়োজন ঘিরে ছিল বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঘনিষ্ঠ স্বজনেরা। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!