ফেসবুকে কোনো ছবি পোস্ট করলেই ছড়িয়ে পড়ে। এটা বেশ উপভোগ করেন সাদিয়া আয়মান।
সম্প্রতি দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন বানানো একটি ছবি নিয়ে ভক্তদের মধ্যে নানা গুঞ্জন। কারও প্রশ্ন, ‘এই ভালোবাসা কার জন্য?’ কেউ লিখেছেন, ‘সাদিয়া আয়মান কি প্রেমে পড়লেন?’
সাদিয়া আয়মান কী বলেন? ‘হাত দিয়ে লাভ সাইন করা ছবিটি ভক্তরা অনেকেই ভাগাভাগি করে নিয়েছেন। এটা আমার সিগনেচার পোজ। কোথাও গেলে বা কোনো ছবি তুললে ভালোবাসার সাইনের এমন একটি ছবি অবশ্যই তুলি। এই ভালোবাসা মূলত আমার ভক্তদের জন্য। এই চিহ্ন দিয়ে এটাই বোঝাই, তাদের আমি অনেক ভালোবাসি,’ বললেন সাদিয়া আয়মান।
তবে এবার ভালোবাসাটা অনেক বেশি, বললেন উৎসব অভিনেত্রী। কারণ, সম্প্রতি তার ফেসবুকে অনুসারী সংখ্যা ১০ লাখ পার হয়েছে। সাদিয়া বলেন, ‘ভক্তদের এই ভালোবাসা আমার কাছে খুবই মূল্যবান। সব সময় আমার কাছে ভক্তদের আলাদা গুরুত্ব রয়েছে। তারা আমার কাজ দেখে প্রশংসা করে, সমালোচনা করে। বুঝতে পারি কোথায় আমার অবস্থান, কী করতে হবে। তাদের জন্যই আজ আমি এত দূরে আসতে পেরেছি। তাদের জন্যই আমি সাদিয়া আয়মান। এই ভালোবাসা সব সময় ছিল, আছে, থাকবে।’
তারকাদের প্রেম-ভালোবাসা বিয়ে নিয়ে নানা গুঞ্জন। সাদিয়া আয়মান এগুলো বেশ উপভোগ করেন। সবচেয়ে বেশি উপভোগ্য ছিল উৎসব সিনেমার পরে সহশিল্পীর সঙ্গে বিয়ের গুঞ্জন। হেসে এই অভিনেত্রী বলেন, ‘আগে কিন্তু বিয়ের গুঞ্জন তেমন শুনিনি। তবে উৎসব সিনেমার পরে অনেকেই মনে করেছিল আমরা বিয়ে করেছি। কারা গুজব ছড়ায় জানি না। আমি এখনো বিয়ে করিনি।’
উৎসব-এ সৌম্য জ্যোতির সঙ্গে সাদিয়া আয়মানের জুটি প্রশংসিত হয়েছে। পরে একাধিক সাক্ষাৎকারেও একসঙ্গে উপস্থিত হন তারা। সাদিয়ার ধারণা, একসঙ্গে তাদের সাক্ষাৎকারে দেখেই ভক্তরা ধরে নেয়, জাহাঙ্গীর আর জেসমিন সত্যই বিয়ে করেছে। এটা আমরা দুজনই খুব উপভোগ করতাম। সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই-বোনের মতো।’
সাদিয়া আয়মান বলেন, ‘আমাকে নিয়ে গুঞ্জন খুবই কম থাকে। নেগেটিভ কথাও কম হয়। আমাকে ভক্তরা আপন ভাবে, এটা ভালো লাগে। আমাকে আপসেট করবে, এমন কিছুই কখনো তারা বলে না। আর কোনো কাজ নিয়ে যখন দর্শক নানা কথা বলেন, তখন মনে হয় এটাই শিল্পী হিসেবে সার্থকতা।’