• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভক্তরা আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে: জয় চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:১৯ এএম
ভক্তরা আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে: জয় চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের নায়ক জয় চৌধুরী। আবারও শিরোনামে এসেছেন। একটি অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্ন, ভক্তরা তাকে কোন আন্তর্জাতিক নায়কের সঙ্গে তুলনা করে? এর জবাবে জয় বলেন, হলিউডের নয়, তবে আমার ভক্তরা অনেকেই আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে।

পরে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘তাহলে কি আমরা জয় চৌধুরীকে বলতে পারি বাংলার রণবীর কাপুর?’ উত্তরে জয় বলেন, ‘এরকম কিছু না। তবে অনেক দর্শকরাই এ কথা বলে।’

২০১২ সালে ‘এক জবান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন জয় চৌধুরী। এরপর তিনি ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘ক্ষণিকের ভালোবাস’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!