অনুষ্ঠিত হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জমকালো আসর। এবারের আসরে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান এবং তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী।
শুক্রবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে এবারের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
তারকা জরিপে সেরা অভিনেতা শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।
অন্যদিকে ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন মেহজাবীন। তার হাতেও পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।
এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান।
এ বছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয় জগতের কিংবদন্তী আবুল হায়াত। দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য বরেণ্য এই অভিনেতাকে দেয়া হলো এই সম্মাননা।
তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন আরেক কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।




































