তারকাদের আলোচিত বিবাহবিচ্ছেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৬:৪৬ পিএম
তারকাদের আলোচিত বিবাহবিচ্ছেদ
দেশে বিদেশের তারকাদের আলোচিত বিবাহবিচ্ছেদ। ছবি: সংগৃৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় বহু তারকার জীবনে বিচ্ছেদের সুর ছিল বছরজুড়েই খবরের শিরোনামে। আর সেই সুর ধরেই আলোচনা-সমালোচনায় ছিলেন তারকারা। ২০২৪ সালে দেশ-বিদেশের অনেক তারকাজুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে। এমন আলোচিত বিবাহবিচ্ছেদ নিয়েই এই প্রতিবেদন।

মাহিয়া মাহি-রাবিক সরকার
২০২৪ সালের শুরুতেই ডিভোর্সের ঘোষণা দিয়ে ভক্তদের বিস্মিত করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ ফেব্রুয়ারি বিয়েবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই তা নিয়ে শুরু হয় আলোচনা তর্কবিতর্ক। মাত্র কয়েক বছর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০২১ সালে সেই সংসার ভেঙে দিয়ে একইবছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের ২৮ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। তবে শেষ অবধি রাকিব সরকারের সঙ্গেও বিয়ে টিকল না মাহির।

সানিয়া- শোয়েব
২০২৪ সালের শুরুতেই হঠাৎ করেই সংবাদমাধ্যমে ফাঁস হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ। প্রথমে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব মালিক। ২০ জানুয়ারি শোয়েব মালিক যে পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন, সে খবর প্রকাশ্যে আসে। আর তারপরই নেটিজেনরা প্রবল কৌতুহলী হয়ে ওঠেন সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে। পরদিন ২১ জানুয়ারি সানিয়ার বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে বিবৃতি দেন। যেখানে আনাম জানান, শোয়েব আর সানিয়ার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে।

এশা দেওল-ভরত
বলিউড তারকা এশা দেওল ২০১২ সালের ২৯ জুন হীরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুই বছর পর জন্ম হয় দ্বিতীয় সন্তান মীরার। সুখেই চলছিল তাদের সংসার। তবে হঠাৎই ভাঙনের সুর বাজে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি। সেইদিন সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। কারণ হিসেবে এশা শাশুড়ির আদেশ, নিষেধের বেড়াজালের দিকে ইঙ্গিত করেন। যে কারণে সংসার আর টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী।

পিঙ্কি-কাঞ্চন
সংসার আগে ভেঙে গেলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে চলতি বছরের ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে হাঁটেন টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। পিঙ্কির অভিযোগ ছিল, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া রয়েছে কাঞ্চনের। এ অভিযোগকে সত্যি প্রমাণ করে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন।

জেনিফার- বেন অ্যাফ্লেক
মার্কিন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে গায়িকা জেনিফার লোপেজের বিচ্ছেদও হয়েছে ২০২৪ সালে। এ জুটি প্রথম প্রেমের সম্পর্কে জড়ান ২০০০ সালে। দীর্ঘ দুই বছর প্রেমের পর ২০০২ সালে আংটি বদল করেন। তবে হঠাৎই তাদের বিয়ে ভেঙে যায়। এরপর তারা ভিন্ন ভিন্ন সঙ্গীকে নিয়ে জীবন কাটাতে শুরু করেন। এভাবে তাদের বিচ্ছেদের ২০ বছর কেটে যাওয়ার পর ২০২২ সালে ফের তারা একে অপরের প্রেমে পড়েন। আংটি বদল করে সেই বছরের জুলাইয়ে ধুমধাম করে বিয়েও করেন।

তবে দুই বছর পেরোতে না পেরোতেই দুইজনের মধ্যে সম্পর্কে জটিলতা শুরু হয় আবারও। বেনের সঙ্গে আর্থিক বিরোধে কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালের জুলাই মাস থেকে আলাদা থাকতে শুরু করেন। আলোচিত এ বিবাহবিচ্ছেদ জেনিফারের জীবনে চতুর্থ এবং বেনের জীবনে দ্বিতীয় অভিজ্ঞতা।

সংযুক্তা-দীপন 
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় চিত্রনির্মাতা দীপঙ্কর দীপন ও ব্যাংকার সংযুক্তা মিশুর বিবাহবিচ্ছেদ ঘটেছে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন নির্মাতা। যেখানে বলেন, “পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে বিবাহবিচ্ছেদ করেছেন তিনি। নির্মাতা দীপন ২০১৪ সালের ৩০ মে মানিকগঞ্জের মেয়ে সংযুক্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর দীর্ঘদিন ধরে তারা আলাদা বসবাস করছিলেন।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় চিত্রনির্মাতা দীপঙ্কর দীপন ও ব্যাংকার সংযুক্তা মিশু

এ আর রহমান-সায়রা বানু
অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের ঘটনা ২০২৪ সালে ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে তারা ইতি টানেন ১৯ নভেম্বর। বাংলাদেশ ও ভারতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার হয় তাদের বিয়েবিচ্ছেদের ঘটনাটি। ঘটনার পরই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের। তবে প্রেমের এই গুঞ্জনকে মোহিনী, রহমান ও সায়রা তিনজনই মিথ্যা দাবি করেছেন। বিচ্ছেদের কারণ হিসেবে রহমান ও সায়রা সামাজিক মাধ্যমে খোলাস করে বলেন, দুইজনের মধ্যে অগাধ প্রেমের অভাব নয়, বরং মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!