অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি দিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাবও পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।
৩৭ বছর বয়সি এই অভিনেতা যখন সাফল্যের কাছাকাছি পৌঁছেছেন তখন তিনি ঘোষণা করলেন অভিনয় থেকে অবসরের। তবে জীবন গড়ার এই সময় শক্ত একটি সিদ্ধান্ত নিয়ে দর্শকদের দুঃসংবাদ দিয়েছেন এই অভিনেতা।
সোমবার (২ ডিসেম্বর) বিক্রান্ত তার অনুরাগীদের একপ্রকার চমকে দিয়েছেন। জানিয়েছেন ২০২৫ সালের পর তিনি অভিনয় থেকে সরে যাবেন। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন অভিনেতা।
সেই পোস্টে তিনি লিখেছেন, `বিগত বছরগুলো দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ।’ অথচ দুদিন যেতে না যেতেই
ভারতীয় সংবাদমাধ্যমে এই অভিনেতা জানিয়েছে উল্টো কথা। তিনি বলেন, ‘আমার পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একেবারে অবসরের ঘোষণা দেইনি। বরং অভিনয় থেকে সাময়িক বিরতি নেয়ার কথা জানিয়েছি। অভিনয় ছাড়া কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। এ জন্য কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি।’
ভারতের সংসদ ভবনে নিজের অভিনীত সিনেমার বিশেষ প্রদর্শনীর পর সাংবাদিকদের মুখোমুখি হন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত এই নায়ক। অবসরের কারণ সম্পর্কে জানতে চাইলে জবাব এড়িয়ে যান।
অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে সিনেমা দেখা অন্যরকম অভিজ্ঞতা। সিনেমাটি যে তাদের কাছে ভালো লেগেছে, সেটি আমার কাছে অনেক গর্বের। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি আপনারা দেখুন।
এর আগে ইনস্টাগ্রামে এক পোস্টে এ অভিনেতা লিখেছিলেন, গত কয়েক বছরের এই জার্নি সত্যিই অসাধারণ। এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে যতই এগিয়ে যাচ্ছি ততই বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী, বাবা কিংবা একজন অভিনেতা হিসেবেও।
আরও লিখেছিলেন, এ কারণে ২০২৫ সালে আমরা শেষবারের জন্য দেখা করব একবার। তবে যতক্ষণ না সঠিক সময় আসবে। আর এই পোস্টের শেষে সংযোজন করেন, শেষ দুটি সিনেমা এবং আরও কত স্মৃতি। সবকিছুর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চিরদিন ঋণী থাকব।


































