৮ সেকেন্ডের ভিডিওতে হৈ চৈ ফেলে দিলেন পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০২:০৭ পিএম
৮ সেকেন্ডের ভিডিওতে হৈ চৈ ফেলে দিলেন পরীমনি
পরীমনি। ছবি: ভিডিও থেকে

সিনেমার আলোচিত মুখ পরীমনি। নিজের রুপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই পরীমনির। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা।

রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন। সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তার ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ ফ্যান ফলোয়ার।

এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পরীমনি শেয়ার করেন ৮ সেকেন্ডের  একটি ভিডিও। ক্যাপশনে লেখেন, ‘আপনারা আমাকে এতো ভালোবাসেন! এতো সাপোর্ট করেন। এই এক জীবন বড় স্বার্থক করে দিচ্ছেন আপনারা। আমি জীবন ভর কৃতজ্ঞ রইলাম আপনাদের কাছে ।’

আর এতেই সামাজিক মাধ্যমে  হৈ চৈ পড়ে যায়। ভিডিও ঘিরে কমেন্টের বন্যা বইতে থাকে। মাত্র তিন মিনিটে ২০ হাজার লোক দেখেছেন। দেড় হাজার কমেন্ট করেছেন দর্শক।

কমেন্ট বক্সে একজন লিয়েছেন, ‘অসাধারণ ভিডিও খুব ভালো লাগলো সবসময় দেখি আপনার ভিডিও আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া।’

এক নারী ভক্ত  লিখেছেন, ‘পরী আপুকে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর ভিডিও খুব ভালো লাগলো ,শুভকামনা এবং ভালোবাসা রইলো।’

আরেক জন লিখেছেন, ‘প্রিয় কলিজার ভাই অন্তর থেকে আপনার প্রতি শ্রদ্ধা দোয়া ও ভালবাসা রইল সবসময় আপনার পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব ইনশাআল্লাহ সব সময়। আলহামদুলিল্লাহ ’
আরেক জন লাভ রিয়েস্ট দিয়ে লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে পরী.." দোয়া এবং ভালোবাসা রইলো.. ।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!