• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১২:২৬ পিএম
হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

বাংলাদেশের হিরো আলম ও পশ্চিমবঙ্গের রানু মণ্ডল—দুজনেই পরিচিতি পেয়েছেন নেট দুনিয়ায়। এবার তাদের দেখা যাবে এক সিনেমায়। হিরো আলম প্রযোজিত সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন রানু মণ্ডল। হিরো আলমও তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রানু মণ্ডল গাইবেন ‘বউ জামাইয়ের লড়াই’ ও ‘নষ্ট হওয়ার কষ্ট’ নামের দুই সিনেমায়। ছবি দুটি পরিচালনা করবেন যথাক্রমে বাবুল রেজা ও রাজু চৌধুরী। দুটি ছবিতেই রানু মণ্ডলের গানের সংগীত পরিচালক ফিরোজ প্লাবন। ২০ নভেম্বর থেকে দুটি ছবির শুটিং শুরু হবে। সাভার ও পুবাইলের দুটি শুটিং স্পটে মাসব্যাপী চলবে দৃশ্য ধারণ।

প্লেব্যাকে রানু মণ্ডলকে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে হিরো আলম বলেন, “তিনি ভারতের পরিচিত একজন গায়িকা। তার সঙ্গে বছর দুই আগে কলকাতায় দেখা হয়। কলকাতায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। এবার যখন সিনেমা নিয়ে ভাবছিলাম, তখন রানু মণ্ডলের প্রসঙ্গও আসে। এরপর ভারতের এক বন্ধুর মাধ্যমে রানু মণ্ডলের সঙ্গে ভিডিও কলে কথা হয়। তখন তাকে আমাদের ছবিতে গাওয়ার প্রস্তাব দিই। প্রস্তাব পেয়ে তিনি ভীষণ আনন্দিত।”

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মণ্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি।

এরপর ভালোই কাটছিল তার সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকচিক্যের ছোঁয়া লেগেছে। কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়ান। মেকআপ ও ঝলমলে পোশাক পরে ট্রলের শিকার হন রানু মন্ডল। সর্বশেষ রানাঘাট স্টেশনে ফিরেছেন তিনি।

Link copied!