• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

‘স্পাইডারম্যান’ সিরিজে যুক্ত হলেন ওয়াহিদ বিন রেজা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৫:২৬ পিএম
‘স্পাইডারম্যান’ সিরিজে যুক্ত হলেন ওয়াহিদ বিন রেজা

চলতি বছর জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিল ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে যায়। জানা গেছে, ছবিট ডিসেম্বরে মুক্তি পাবে।

এদিক এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের ওয়াহিদ বিন রেজা। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন তিনি। এর আগেও তিনি বেশ কয়েকটি হলিউড সিনেমায় প্রডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

ওয়াহিদ ইবনে রেজা ফেসুবকে লিখেছেন, “আমি সবসময় স্পাইডার ম্যানে কাজ করতে চেয়েছিলাম। প্রি-স্কুল সিরিজ, স্পাইডি অ্যান্ড হিজ অ্যামেজিং ফ্রেন্ডসে কাজ করার সময় আমি এর স্বাদ নিয়েছি। এখন আমি আগামী সিনেমায় কাজ করতে যাচ্ছি।”

“স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার টিজার শেয়ার করে রেজা আরও লিখেছেন, “সিনেমার টিজার শেয়ার দিতে পেরে আমি গর্বিত। ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস কাজ করেছি। এখন পর্যন্ত আমার জন্য দারুণ অভিজ্ঞতা।”

ওয়াহিদ ইবনে রেজা একজন বাংলাদেশী প্রকৌশলী, অ্যানিমেশনকর্মী, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও লেখক। হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ভিজুয়্যাল ইফেক্টস ও অ্যানিমেশনে প্রোডাকশন ম্যানেজমেন্টে কাজ করেন তিনি।

Link copied!