• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

রুক্মিনীর ‘সনক’ মুক্তি পাচ্ছে ওটিটিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:১০ পিএম
রুক্মিনীর ‘সনক’ মুক্তি পাচ্ছে ওটিটিতে

প্রেমিক দেবের হাত ধরে টলিউডে যাত্রা শুরু করেছিলেন রুক্মিনী মৈত্র। কয়েক মাস আগে তার অভিষেক হয়েছে বলিউডে। সেখানে ‘সনক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিদ্যুৎ জামওয়াল বিপরীতে দেখা যাবে তাকে।

সম্প্রতি এই ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। নেটমাধ্যমে এই পোস্টার প্রকাশ্যে আনলেন ছবির নায়ক বিদ্যুৎ জামওয়াল। পাশাপাশি জানা গেল, কোথায় দেখা যাবে এই ছবি। তবে প্রথম পোস্টারে জায়গা হয়নি রুক্মিনীর।

‘সনক’-এর পোস্টারে দেখা যাচ্ছে, হাতে বন্দুক ও পিঠে ব্যাগ নিয়ে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যুৎ। চোখে-মুখে চাপ চাপ রক্ত। নায়কের দাঁড়িয়ে থাকা করিডরের দুপাশে দাউদাউ করে জ্বলছে আগুন। এককথায় ছবি যে ভরপুর অ্যাকশনে ঠাসা—পোস্টার থেকেই তার স্পষ্ট আঁচ পাওয়া যাচ্ছে।

ছবির পোস্টার থেকেই জানা গেছে, সিনেমা হলে নয়, ‘সনক’ দেখা যাবে ওটিটিতে। পোস্টারের ক্যাপশনে এই ছবির ব্যাপারে বলতে গিয়ে বিদ্যুৎ লিখেছেন, “শুনেছি ভালোবাসা নাকি কোনো ব্যক্তিকে পাগলও করে দেয়। সেই পাগলামো যেকোনো কিছু করিয়ে নিতে পারে!”

ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। ছবিতে বিদ্যুৎ-রুক্মিণী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নেহা ধুপিয়া এবং চন্দন রায় সান্ন্যালকে। রুক্মিণী, নেহা নিজেরাও নেটমাধ্যমে ‘সনক’-এর পোস্টের প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ভারতীয় গণমাধ্যমকে রুক্মিণী জানিয়েছেন, এই গোটা ব্যাপারে আনন্দের তুলনায় তার টেনশন হচ্ছে বেশি। তার কাছে বলিউড কিংবা টলিউডের ছবি বলে সে রকম তফাত নেই। ছবি করাটাই তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

Link copied!