• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

রংপুর নয়, পুড়ছে স্বদেশ: চঞ্চল চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৪:২০ পিএম
রংপুর নয়, পুড়ছে স্বদেশ: চঞ্চল চৌধুরী

সাম্প্রদায়িক সহিংসতা চলছে দেশে। কোরআন শরীফ অবমাননার অভিযোগে দুর্গোৎসবে ভাঙা হয়েছে মন্দির। কাবাশরীফ অবমাননায় অভিযোগ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে রংপুরের পীরগঞ্জের হিন্দুপল্লী। সংখ্যালঘুদের ওপর এই নির্যাতনে ফুঁসে উঠেছে দেশ।

এমন ঘটনায় ফেইসবুকে প্রতিবাদ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, “রংপুর নয়,পুড়ছে স্বদেশ, পুড়ছে মাতৃভূমি। আজ পুড়ছে অসহায় কেউ, কাল পুড়বে তুমি।”

মন্দির ভাঙচুর নিয়েও তিনি লিখেছিলেন, “বিজয়া কতটা শুভ ছিল। বলার কোনো অপেক্ষা নেই। এভাবেই বিসর্জন হচ্ছে মানবতার। মানুষরূপী অমানুষগুলো ধর্ম ও শান্তি দুটোই ধ্বংস করতে বদ্ধ পরিকর। মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে, পৃথিবী বাঁচবে। তারপরেও সবাইকে শুভ বিজয়া।”

চঞ্চল চৌধুরীকে এর আগেও নিজের ধর্মীর পরিচয় নিয়ে কটূক্তি শুনতে হয়েছে। আন্তর্জাতিক মাতৃ দিবসে মা-কে আগলে একটি মিষ্টি ছবি দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বানিয়ে ফেলেন অভিনেতা। ছবিতে দেখা যায় চঞ্চলের মায়ের সিঁথিতে সিঁদুর, হাতে শাখা-পলা, আর এই দেখেই অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে একের পর এক কটূক্তি ভেসে এসেছিল সেই সময়ে। যার কড়া জবাবও দিয়েছিলেন চঞ্চল।

Link copied!