অবশেষ ‘মিশন এক্সট্রিম’ সিনেমার চূড়ান্ত। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৩ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির অন্যতম পরিচালক সানী সানোয়ার।
তিনি বলেন, “করোনা মাহামারিতে সঠিক সময়ে সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এখন সবকিছু অনকূলে রয়েছে। যদি করোনা পরিস্থিতির আর কোনো অবনতি না ঘটে আসছে ৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে। দর্শকের আগ্রহ দেখে আমরাও উৎসাহিত। আশা করছি সবাই ছবিটি উপভোগ করবেন।”
সানী জানান, প্রথম কিস্তি মুক্তির পর খানিক বিরতি দিয়ে আসবে ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব। সেটিও হলে মুক্তি দেয়া হবে। ওটিটি নিয়ে ছবিটির সংশ্লিষ্টদের আগ্রহ নেই।
‘ঢাকা অ্যাটাক’ টিমের পরবর্তী প্রজেক্ট হিসেবে ‘মিশন এক্সট্রিম’-এর ঘোষণার পর থেকেই চারিদিকে বেশ সাড়া পড়ে। সানী সানোয়ারের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে তিন ধাপে সিনেমাটির দুই খণ্ডের শুটিং সম্পন্ন হয়।
মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দু’টি খণ্ড নির্মাণ করেছে।
সিনেমাটির প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সুদীপ বিশ্বাস, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।