• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

মিথিলার পোশাকে ক্ষুব্ধ নেটিজেনরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:১০ পিএম
মিথিলার পোশাকে ক্ষুব্ধ নেটিজেনরা

কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিতকে বিয়ের পর কলকাতাতেই বসবাস করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিয়মিত সেখান কাজও করছেন। অনেকের প্রশংসাও কুড়িয়েছেন তিনি । তবে সম্প্রতি একটি পোশাক পরাকে কেন্দ্র করে মিথিলাকে একহাত নিলেন নেটিজেনরা। 

সম্প্রতি কলকাতার একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটের কিছু ছবি মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একটি অংশ। পোস্টের কমেন্টে তারা নোংরা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। 

পোস্টে অনেকেই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে কটু মন্তব্য করেছেন। এমনকি কেউ কেউ সেখানে মিথিলার স্বামী কলকাতার নামি নির্মাতা সৃজিত মুখার্জিকেও টেনে এনেছেন। এ ছাড়া এমন অনেক নোংরা মন্তব্য এসেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে বরাবরের মতো এবারও এমন মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, “বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামা কাপড়ের এই অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেওয়া হোক।”

রায়হান মির্জা লিখেছেন, “আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমিন।”

মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, “আল্লাহ্ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক।”

জয়নাল আবেদিন লিখেছেন, “এক কাপড়ে অনেক কষ্ট করে দিনযাপন করা গরিবের বউ।”

হাবিব রেহমান লেখেন, ‘কাপড় মাত্র হাঁটুর ওপর অবদি উঠেছে। চিন্তার কিছু নেই, খুব শিগগিরই আমরা উনাকে... দেখতে পাব।‍‍`

Link copied!