• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের আর্জি শিল্পার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৪:১১ পিএম
‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের আর্জি শিল্পার

পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার বলিউড তারকার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। স্বামী কৃতকর্মের জন্য নাজেহাল হতে হচ্ছে তাকে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মুখ খুলেছেন তিনি। মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি জানালেন এই অভিনেত্রী।

নায়িকার অভিযোগ, এই মামলায় মিডিয়া ট্রায়ালের মুখে পড়ছেন তিনি। আদালতে বা আইনের চোখে দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অপরাধী ঘোষণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম শিল্পার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে পর্নকাণ্ড সংক্রান্ত নানান ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ খবর প্রকাশ করে, এই অভিযোগ এনে বম্বে হাইকোর্টে মানহানির মামলা ঠুকেছেন শিল্পা। মামলার প্রথম শুনানিতে রীতিমতো আদালতের ভর্ৎসনা মুখে পড়েন রাজ কুন্দ্রা ঘরনি। অভিনেত্রীকে কোনোরকম অন্তর্বতীকালীন অব্যাহতি দেননি আদালত। বরং পালটা প্রশ্ন করেন, “পুলিশের দেওয়া তথ্য চ্যানেলে সম্প্রচার করা হলে বা সংবাদপত্রে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে সেটা কীভাবে মানহানিকর?”

এদিন শিল্পা নিজের বিবৃতিতে জানান, ‘হ্যাঁ! গত কয়েকদিন খুব চ্যালেঞ্জিং আমার জন্য, সবক্ষেত্রেই। চারিদিকে অনেক রটনা, এবং অভিযোগের বন্যা। প্রচুর পরিমাণে অযৌক্তিক দাবিদাওয়া আমার নামে চালিয়ে দিচ্ছে সংবাদমাধ্যম এবং আমার শুভাকাঙ্ক্ষীরা (আদতে নন)। অনেক ট্রোলিং আর প্রশ্ন রাখা হচ্ছে শুধু আমাকে নিয়ে নয়, আমার পরিবারকে নিয়েও।”

শিল্পা যোগ করেন, “আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করিনি এখনো, এবং আগামীতেও করব না; কারণ এই মামলাটি আদালতে বিচারাধীন, তাই দয়া করে আমার নামে মিথ্যা কোনো বিবৃতি রটাবেন না।”

পর্নো ভিডিও তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এই অভিযোগে গ্রেপ্তার হন শিল্পার স্বামী। মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই মামলায় কোনোরকম ক্লিনচিট দেওয়া হয়নি শিল্পাকে, তদন্ত জারি রয়েছে।  

Link copied!