• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

মা হতে চলেছেন মারিয়া নূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৪:১৫ পিএম
মা হতে চলেছেন মারিয়া নূর

বেশ কিছু দিন ধরেই পর্দায় দেখা নেই জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মারিয়া নূরের। শোবিজ অঙ্গন থেকে পুরোপুরি উধাও একাধারে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া। তবে রহস্যের জাল ভেদ করা গেল বুধবার রাতে। 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (২ জানুয়ারি) রাতে হঠাৎ স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মারিয়া। তখনই স্পষ্ট হয়ে ওঠে অন্তঃসত্ত্বা তিনি। মা হতে চলেছেন মারিয়া।   
ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‍একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।
সর্বশেষ মারিয়া নূর কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে।

Link copied!