চার বছর হলো জনি ডেপ ও আম্বার হার্ডের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু তাদের মধ্যে চলছে আইনি লড়াই। গত বছর একে অপরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পেশ করেন আদালতে।
বিচ্ছেদের পর আম্বার ঘোষণা দেন, জনির কাছ থেকে পাওয়া ৭০ লাখ ডলার দুই প্রতিষ্ঠানে দান করবেন তিনি। আম্বারের এই প্রতিশ্রুতি যে লোক দেখানো সেটা প্রমাণ করতে আদালতে মামলা করেন জনি। সেই মামলায় জয়লাভ করেন তিনি।
সম্প্রতি জনি ডেপের আইনজীবী আদালতের কাছে অভিযোগ পেশ করেন, আম্বারের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও লস অ্যাঞ্জেলেসের শিশু হাসপাতালে অনুদানের দুটি খবরই ভুয়া। আসলে মানুষের সহানুভূতি এবং আবেগ নিয়ে একটি অন্যরকম ছলনার আশ্রয় নিতে চেয়েছিলেন ডেপের এই সাবেক স্ত্রী।
ইতিমধ্যে আদালতের কাছে সকল প্রকার নথিপত্র পেশ করেছেন জনি ডেপের আইনজীবী। আদালতের পক্ষ থেকে রায়ও হয়েছে জনির পক্ষেই। আদালত থেকে আম্বারকে আবারও শীঘ্রই জবাবদিহিতার আওতায় আনা হবে।
২০১৫ সালে বিয়ে করেন হলিউড তারকাজুটি জনি ডেপ ও আম্বার হার্ড। বিয়ের ঠিক পরের বছর শুরু হয় তাদের গৃহবিবাদ। নির্যাতনের মামলা ঠুকে ১৫ মাসের সংসারের ইতি টানতে চান আম্বার হার্ড।
পরে ২০১৬ সালের মে মাস থেকে দুজনের মধ্যে আইনি লড়াই শুরু হয়। সেই সময় আম্বার হার্ড অভিযোগ করেছিলেন তার সাবেক স্বামী তার দিকে সেলফোন ছুড়ে মেরেছিলেন। এমনকি ২০১৬ সালের ২১ এপ্রিল জনি ডেপ একটি শ্যাম্পেনের বোতল দেয়ালে ছুড়ে মেরেছিলেন আর আম্বারের দিকে ছুড়ে দিয়েছিলেন ওয়াইনের গ্লাস। তবে ২০১৯ সালের জানুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে জনি জানিয়েছিলেন, আম্বার হার্ডকে একেবারেই শারীরিক নিগ্রহ করেননি।