• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

বিপাশার বেবি শাওয়ার, আমন্ত্রিত ছিলেন কারা?


তপন বকসি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:০৪ পিএম
বিপাশার বেবি শাওয়ার, আমন্ত্রিত ছিলেন কারা?

মুম্বাইয়ে ঘরোয়াভাবে সাধভক্ষণ অনুষ্ঠান পালন করার পর এবার নিজের ঘনিষ্ঠ বন্ধুমহল এবং আত্মীয়দের সমাগমে বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুম্বাইর লোয়ার প্যারলের পাঁচতারা হোটেল প্যালাডিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করেছেন বিপাশা এবং তার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভার।

আমন্ত্রণপত্রের ট্যাগ লাইনে লেখা ছিল, "আ লিল মাঙ্কি ইজ অন দ্য ওয়ে... উই ডু অ্যাওয়েট হিম/হার"....। ওই আমন্ত্রণপত্রে এই অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট ড্রেসকোড উল্লেখ করা ছিল। মেয়েদের জন্য পিঙ্ক আর পিচ রঙ। ছেলেদের ল্যাভেন্ডার আর ব্লু। বিপাশার বেবি শাওয়ারের অত্যন্ত প্রাইভেট অনুষ্ঠানের জন্য আমন্ত্রিতদের সংখ্যা ছিল বিশ জনের মত।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড থেকে শমিতা শেট্টি, অনুষা ডান্ডেকর, ডিয়ান পান্ডে, মমতা আনন্দ, ইশা আমিন, সোফি চৌধুরি, রোহিনি আইয়ার, রাজীব আদাতিয়া, ফ্যাশন ডিজাইনার রকি এস প্রমুখ।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!