• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

প্রয়াত ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১১:৪৯ এএম
প্রয়াত ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস

অনন্তলোকের পথে পাড়ি জমালেন বিশ্ব নন্দিত ব্রিটিশ রক সংগীতের দল ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস। মঙ্গলবার (২৪ আগস্ট) লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।

ওয়াটসের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় চার্লি ওয়াটস আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ লন্ডনের হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই শেষ যাত্রার পথে পাড়ি দেন চার্লি।

দ্য রোলিং স্টোনসের অফিশিয়্যাল টুইটারের পাতায় এই শোকবার্তা জানানো হয়েছে। চলতি মাসের শুরুতেই দ্য রোলিং স্টোনসের আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। এর আগে ২০০৫ সালে গলায় ক্যানসার ধরা পড়েছিল তার, কিন্তু মারণরোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি।

১৯৪১ সালের ২ জুন লন্ডনের ব্লুমসবিউরিতে জন্মগ্রহণ করেছিলেন চার্লি ওয়াটস। পড়াশোনা করেছিলেন গ্রাফিক্স নিয়ে। তবে ড্রামস বাজানোর প্রতি ছিল তার আলাদা ঝোঁক। সেই ঝোঁক থেকেই বেছে নেন মিউজিকের দুনিয়া। ১৯৬২ সালে গড়ে উঠেছিল রোলিং স্টোন ব্যান্ডটি। আর চার্লি এতে যোগ দেন ১৯৬৩ সালে। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত ব্যান্ডটির হয়ে ড্রামস বাজিয়েছিলেন চার্লি। ‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’ কিংবা ‘অ্যাই ক্যান্ট গেট নো স্যাটিসফ্যাকশন’-এর মতো গানগুলোতে চার্লির ড্রামস প্লেয়িং মুগ্ধ করেছে শ্রোতাদের।

Link copied!