করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবার দুর্গোৎসবে টলিউডে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো—‘গোলন্দাজ’, ‘বাজি’, ‘বনি’, ‘এফআইআর’, ‘ষড়রিপু-২’ ও ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। গেল ১০ অক্টোবর সিনেমাগুলো মুক্তি পায়। এরমধ্যে ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।
টলিউড বক্স অফিসের তথ্য বলছে, ব্যবসার দিকে সবথেকে এগিয়ে দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি ২ কোটি ৬২ লাখ টাকা আয় করেছে। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপসাদ সর্বাধিকারীর জীবনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ধ্রুব ব্যানার্জী। সিনেমা দেবের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
এদিকে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি জিৎ-মিমি জুটির ‘বাজি’ সিনেমা। মুক্তির ১০ দিনে আয় করেছে ৩২ লাখ টাকা। বাংলাদেশেও গেল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। এখানেও দর্শক টানকে ব্যর্থ হয়েছে সিনেমাটি।
জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। তেলেগু চলচ্চিত্র ‘নানাকু পেমাথ’ চলচ্চিত্রের অফিসিয়াল রিমেক এটি।
জিতের থেকে এগিয়ে পরমব্রত-কোয়েলের ‘বনি’ সিনেমাটি। সিনেমাটির আয় ৭২ লাখ টাকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’কেই চলচ্চিত্রে ফুটিয়ে তোলো হয়েছে। অভিনয়ের পাশাপাশি এই ছবির পরিচালকও পরমব্রত।
অঙ্কুশ ও বনি অভিনীত থ্রিলার সিনেমা ‘এফআইআর’ তুলনামূলকভাবে ভালো আয় করেছে। ছবিটির আয় ৪৫ লাখ টাকা। এই ছবির প্রযোজক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক জয়দীপ মুখার্জী।
পরিচালক অয়ন চক্রবর্তী ২০১৬ সালে নির্মাণ করেছিলেন ‘ষড়রিপু’ সিনেমা। পাঁচ বছর পর সেই সিনেমার সিক্যুয়াল বানালেন তিনি, নাম ‘ষড়রিপু-২: জতুগৃহ’। ৪১ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। এক দম্পতির জীবনে কীভাবে ঘনিয়ে আসে অন্ধকার? একটা অনভিপ্রেত ঘটনায় বদলে যায় কয়েকটা মানুষের জীবন। সেই গল্পই ‘ষড়রিপু’র সিক্যুয়েলে তুলে ধরেছেন পরিচালক।