• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

পরীমনি গ্রেপ্তার, ক্ষতির মুখে ছবির প্রযোজক-পরিচালকরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০২:২১ পিএম
পরীমনি গ্রেপ্তার, ক্ষতির মুখে ছবির প্রযোজক-পরিচালকরা

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি চার দিনের রিমান্ডে আছেন। তাকে গ্রেপ্তারের পর তার সিনেমার প্রযোজক-পরিচালকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা।

গ্রেপ্তারের আগে পরীমনি ‘মুখোশ’ শিরোনামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এছাড়া তিনি রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমারও শুটিং করছিলেন। চুক্তিবদ্ধ হয়েছিলেন সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’ সিনেমায়। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ ওয়েব ধারাবাহিকে কাজের প্রস্তুতি নিচ্ছিলেন।

সঞ্জয় সমদ্দার বলেন, “প্রথম ছবি নির্মান করতে গিয়েই বড় ধাক্কা খেলাম। যা ঘটেছে একমদই অনাকাঙিক্ষত। প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক সপ্তাহ পর এ বিষয়ে আলোচনায় বসব। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ছবি শেষ করতে পরীমণির জন্য অপেক্ষা করবেন রাশিদ পলাশ। বিকল্প কোনো চিন্তা নেই তার মাথায়। পলাশ বলেন, “আমরা পরীমনিকে নিয়ে ‘প্রীতিলতা’র কাজ শুরু করেছিলাম। শুরু থেকেই নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। লোকজনের নানা কথাকে তোয়াক্কা না করেই আমরা পরীমনিকে নিয়েই কাজ চালিয়ে গেছি। প্রায় ৩০ ভাগ কাজ শেষও হয়ে গেছে। সম্প্রতি আমরা ‘প্রীতিলতা’র যে লুক প্রকাশ করেছি তাতেও পরীমনিকে দেখে সবাই প্রশংসা করেছেন। ১৭ তারিখ থেকে চট্টগ্রামে শুটিংয়ের সব পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। এমন অবস্থায় পরীমণি আটক হলেন। আপাতত শুটিং স্থগিত করেছি।”

তিনি আরো বলেন, “এই অবস্থায় আমরা পরীমনিকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা করছি না। তাকে বাদ দিলে প্রযোজক অনেক আর্থিক ক্ষতিরও সম্মুখীন হবেন। এসব আমলে না নিলেও আমরা মূলত পরীমনিকে ছাড়া কাজটা আগাতে চাচ্ছি না। তিনি এই টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। ফলে আমরা আমাদের প্রীতিলতা তথা পরীমনির জন্যই অপেক্ষা করব। প্রত্যাশা করছি, শিগগিরই পরীমনি আইনি ঝামেলা সেরে ‘প্রীতিলতা’র সেটে হাজির হবেন।”

এদিকে চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ, তিনি নিজেও শুক্রবার (৬ আগস্ট) পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। প্রয়োজনের আবার তাকে ডাকা হবে বলে জানানো হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

Link copied!