• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

পথশিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন নায়িকা শাহনূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৫:৩৪ পিএম
পথশিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন নায়িকা শাহনূর

চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন আজ। প্রতি বছরের মতো এই বিশেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জুম বাংলাদেশ’-এর শিশুদের মধ্যে পোশাক ও মিষ্টি বিতরণ করেন শাহনূর। এসময় কেক কেটে জন্মদিন উদযাপন করেন এই ঢালিডউ নায়িকা।

শাহনূর ২০০০ সালে জিল্লুর রহমান ময়না পরিচালিত ‘জিদ্দী সন্তান’ ছবি দিয়ে পথচলা শুরু করেন। এরপর কেটে গেল দুই দশক। পথচলায় কাজ করেছেন অনেকে বিজ্ঞ ও নবীন পরিচালক, শিল্পী ও কলাকুশলীর সঙ্গে। পথচলাটা খুব মসৃণ না হলেও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। 

শাহনূর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ফাঁসির আদেশ’, ‘স্বপ্নের বাসর’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘শেষ যুদ্ধ’,‘ ‘রাজধানী’, ‘নয়ন ভরা জল’, ‘প্রেম সংঘাত’, ‘সাহসী মানুষ চাই’, ‘অপহরণ’, ‘মহাতাণ্ডব’ ইত্যাদি। বর্তমানে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করেন এ নায়িকা।
 

Link copied!