• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

দেব-রুক্মিনীর ‘কিশমিশ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০২:৪৯ পিএম
দেব-রুক্মিনীর ‘কিশমিশ’

মালদ্বীপ থেকে ফিরেই নতুন ছবির কাজ শুরু করলেন দেব ও রুক্মিনী। ছবির নাম ‘কিশমিশ’। ছবির পরিচালক রাহুল মুখার্জী। 

রুক্মিণীসহ একঝাঁক তারকাদের নিয়ে সিনেমাটির মহরত করেছেন দেব। এম কে মিডিয়া ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। মহরতে উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তী প্রমুখ।

এর আগে সিনেমাটির একটি টিজার প্রকাশ হয়েছিল দেব এন্টারটেইনমেন্টের ভেঞ্চারসের ফেসবুক পেজে। জানানো হয়েছিল, ২০২০ সালে পূজায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু করোনা এবং ভোটের কারণে কাজ শুরু করতে দেরি হয়ে গেছে। নতুন করে এ মাসেই শুটিং শুরু হবে। আসছে পূজাকে মাথায় রেখে শেষ করা হবে সিনেমার কাজ।

‘কিশমিশ’ সিনেমায় তিনটি সময়ের গল্প তুলে ধরা হবে। দেবের চরিত্রের অনেকগুলো শেড থাকবে বলেও জানা গেছে। রোমান্টিক-কমেডি ধাঁচের এ সিনেমায় ‘রোহিনী’ চরিত্রে পর্দায় আসবেন রুক্মিণী।

দেবের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যনারে নির্মিত ৮ম সিনেমা ‘কিশমিশ’। আর দেব-রুক্মিণী জুটির ছয় নম্বর সিনেমা এটি। এর আগে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ সিনেমায় দেখা গিয়েছিল এ জুটিকে।

Link copied!