• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টম ক্রুজের গাড়ি চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১২:৫১ পিএম
টম ক্রুজের গাড়ি চুরি

এক মাস ধরে লন্ডন ও এর আশপাশের এলাকায় ‘মিশন ইম্পসিবল-৭’ সিনেমার শুটিং করছেন টম ক্রুজ। শুটিংয়ের মাঝেই ঘটে গেল অঘটন। অনাকাঙ্ক্ষিতভাবে চুরি হয়ে গেছে তার কোটি টাকা দামের গাড়ি।

বার্মিংহামের গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে ওই বিএমডাব্লিউ এক্সসেভেন গাড়িটি চুরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। টম ক্রুম শুটিংয়ের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন।

গাড়িটি পরে উদ্ধার করা হলেও এ ঘটনা শুনে ভীষণ রেগে গিয়েছিলেন টম ক্রুজ। হোটেলের পার্কিংয়ের জায়গা থেকে গাড়িটি উধাও হওয়ার খবর প্রথমে টম ক্রুজের দেহরক্ষীর চোখে পড়ে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্যানার ক্লোন করে বিলাসবহুল ওই গাড়িটির দরজা খুলতে সক্ষম হয় চোর। পুলিশ অবশ্য ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে গাড়িটি খুঁজে বের করে। তবে গাড়িতে থাকা কয়েক হাজার পাউন্ড উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গাড়িতে থাকা টম ক্রুজের ব্যক্তিগত কিছু জিনিসপত্র ও কয়েক হাজার পাউন্ড খোয়া গেছে। পুলিশের ধারণা, চোরের কাছেই জিনিসগুলো রয়েছে। চোরকে খুঁজছে পুলিশ। পেলেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

Link copied!