• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

জামিন পেলেন রাজ কুন্দ্রা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৫:৫০ পিএম
জামিন পেলেন রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফিকাণ্ডে জামিন পেলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। বুধবার তার জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের হাইকোর্ট। জানা গেছে, রাজকে পর্নো ছবি তৈরির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে প্রশ্ন তোলেন, ‘এই মামলায় অপর দুই অভিযুক্ত শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডেকে স্বস্তি দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ। রাজ কুন্দ্রার ক্ষেত্রেই অন্য নিয়ম পালন করা হচ্ছে।’

আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট। সেদিন আবার আদালতে উপস্থিত থাকতে হবে রাজকে। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজের নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ।

Link copied!