• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

কাজে ফিরলেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:৩৫ পিএম
কাজে ফিরলেন পরীমনি

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনের মামলায় জামিনে আছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগে ২৭ দিন কারাগারে ছিলেন। শুধু তা-ই নয়, তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় তাকে।

জামিনে মুক্ত হয়ে কাজের ফেরার জন্য মুখিয়ে ছিলেন পরীমনি। অবশেষে তিনি কাজে ফিরেছেন। গত বুধবার (৭ সেপ্টেম্বর) ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন তিনি। অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এ নায়িকা। ডাবিংয়ের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, “পুনরায় কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।”

অন্যদিকে পরীর প্রত্যাবর্তনে নির্মাতা ইফতেখার শুভও দারুণ খুশি। তিনি বলেন, “আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আত্মবিশ্বাস ছিল। আমাদের সিনেমার প্রধান শিল্পী আবার কাজে ফিরেছেন, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, এখন তাকে অনেক বেশি সহযোগিতা করা উচিত, যাতে তিনি মানসিক ঝড়টা কাটিয়ে উঠতে পারেন।”

‘মুখোশ’ সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরী, যার নাম সোহানা সাবরিন।

Link copied!