• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

একুশে টিভিতে আজ থেকে ‘নাটাই ঘুড়ি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:৪৫ পিএম
একুশে টিভিতে আজ থেকে  ‘নাটাই ঘুড়ি’

একুশে টেলিভিশনে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে রওনক হাসান ও অরিনের অভিনয়ে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।

নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও লাক্স তারকা অরিন। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে শিপন মিত্র, মৌমিতা মৌ, আবদুল আজিজ, শিল্পী সরকার অপু প্রমুখ।

ধারাবাহিক এই নাটক প্রসঙ্গে নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, “ভালোবাসা কিংবা প্রেমের সম্পর্কের বাইরেও যে সম্পর্কটি অটুট থাকে তা হলো বন্ধুর সম্পর্ক। এই বন্ধুই যেমন হয়ে উঠতে পারে আপনজন। তেমনি বন্ধুই আবার হতে পারে চরম শত্রু। এরকমই সাতজন ছেলে-মেয়ের পারিবারিক জীবনযাত্রা ও তাদের বন্ধু হয়ে ওঠার গল্প নিয়েই ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’র কাহিনী আবর্তিত হয়েছে।”

‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির টাইটেল সং লিখেছেন হাফসা আলম ও সুর-সংগীত করেছেন অমিত চ্যাটার্জি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বি জামান সুজন।

Link copied!