• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শাবি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে লড়বেন যারা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০১:৪৪ পিএম
শাবি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে লড়বেন যারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী ইউনিয়ন’-এর নির্বাচন বুধবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ‘ছাদেক-লিয়াকত-আমান-সোহেল’ ও ‘তাজুল-শফিক-তাহের-রমজান’ প্যানেল ছাড়াও একাধিক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আতাউর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. তানজীম শামস ও উপসহকারী প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী।

জানা যায়, কর্মচারী ইউনিয়নের এবারের নির্বাচনে ১৭টি পদে ৩৮ জন প্রার্থীর মধ্য থেকে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

‘ছাদেক-লিয়াকত-আমান-সোহেল পরিষদ’ প্যানেলে সভাপতি পদে মো. সাদেক আহমদ, সিনিয়র সহসভাপতি পদে মো. লিয়াকত আলী, সহসভাপতি পদে আমান উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. সোহেল আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক পদে মো. সামসুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. ক্ষুদিরাম কর, সহসাংগঠনিক সম্পাদক পদে মো রুমেল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. সামাদ আহমদ, সহকোষাধ্যক্ষ লক্ষণ সমাদ্দার, উপদপ্তর সম্পাদক পদে মোছা. আলেয়া খাতুন, প্রচার সম্পাদক পদে তারেক আহমেদ আজাদ, ক্রীড়া সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন, কার্যনির্বাহী সদস্য পদে মো. আহম্মদ আলী, মো. আব্দুর রউফ, মো. রাজিব মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ‘তাজুল-শফিক-তাহের-রমজান পরিষদ’ প্যানেলে সভাপতি পদে মো. তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে মো. শফিকুর রহমান, সহসভাপতি পদে মো. আবু তাহের, সাধারণ সম্পাদক পদে রমজান আহমদ, যুগ্মসম্পাদক পদে মো. এনাম মিয়া, দপ্তর সম্পাদক পদে নিরঞ্জন বাসপার, উপদপ্তর সম্পাদক পদে মো. আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল আলম, প্রচার সম্পাদক পদে সুনীল লাল, সহপ্রচার সম্পাদক পদে অনন্ত চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক পদে মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য পদে মো. মানিক মিয়া, আব্দুর রব প্রধানীয়া ও মো. শামিম আহম্মদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে সভাপতি পদে মো. বিল্লাল মিয়া, সিনিয়র সহসভাপতি পদে মো.আব্দুল ময়ুনসহ একাধিক পদে কয়েকজন নির্বাচনে অংশ নেবেন।

Link copied!