• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল আলম


রাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৬:৫৮ পিএম
রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল আলম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এতে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন হলুদ প্যানেলের প্রার্থী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম।

অন্যদিকে সাদা প্যানেলের প্রার্থী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মোট ৩৮৭ ভোট পান।

নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক শহিদুল আলম বলেন, “আমি নির্বাচনে জয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। আমাকে যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দিয়েছেন সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

অধ্যাপক শহিদুল আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো প্রশাসনের নিজেদের মত পরিচালনা করায় আজ র‍্যাংঙ্কিয়ে আমরা পিছিয়ে পড়েছি। বরাবরই আমি বিশ্ববিদ্যালয়ের এমন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।”

Link copied!