• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

রাকসু নির্বাচন নিয়ে ‘সুখবর’ দিলেন উপাচার্য


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৭:৪৮ পিএম
রাকসু নির্বাচন নিয়ে ‘সুখবর’ দিলেন উপাচার্য
অধ্যাপক সালেহ্ হাসান নকীব। ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে কথা বলেছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তিনি বলেছেন, “রাকসু নির্বাচনটা আগামী সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যেই আমরা আয়োজন করার চেষ্টা করব।”

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালেহ্ হাসান নকিব বলেন, “ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকবে নাকি থাকবে না, থাকলেও কীভাবে থাকবে—এ বিষয়ে আমরা কাজ করছি। ছাত্র রাজনীতি বিষয়ে দুটা অপশন রয়েছে। প্রথমটা হলো, ছাত্র রাজনীতি থাকবে না। আর দ্বিতীয়টা হলো, আগের ছাত্র রাজনীতি নামের অপরাজনীতিকে সংস্কার করে একটা নতুন ধারায় করা যায় কিনা।”

সালেহ্ হাসান নকিব বলেন, “ছাত্র রাজনীতি বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার পরেই রাকসু বিষয়ে আমরা কাজ শুরু করব।”
 

Link copied!