• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

শাবিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১২:৩৮ পিএম
শাবিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
শাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপউপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন। প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর।

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে কবির হোসেন বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মনকে বিকশিত করে। খেলাধুলার কারণে শিক্ষার্থীরা শৃঙ্খলিত জীবন পরিচালনা করে। পড়াশোনায় মনোযোগী হয়। এই কারণে শাবিপ্রবির গ্র্যাজুয়েটদের চাহিদা চাকরির বাজারে অনেক বেশি।”  

কবির হোসেন আরও বলেন, “যে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করে, তারা কখনো মাদকাসক্ত হয় না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখায়ও মনোযোগী হতে হবে।”  

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ক্রীড়া কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের প্রধান সউদ বিন আম্বিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!