• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শাবির সহায়ক কর্মচারী সমিতির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:৪৭ পিএম
শাবির সহায়ক কর্মচারী সমিতির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : সংবাদ প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের  সংগঠনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এর পুরস্কার বিতরণী ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।    

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল খানের সঞ্চালনা ও মো. সাহাজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপচার্য অধ্যাপক ড. কবির হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে সহায়ক কর্মচারী সমিতির নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাবি সহায়ক কর্মচারী সমিতির কার্যকরী সদস্য জুয়েল মিয়া, শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, সিনিয়র ল্যাব অ্যাসিস্টেন্ট আব্দুর রউফ, কাম-কম্পিউটার শামীমুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপউপাচার্য বলেন, “কর্মচারীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। কর্মচারীরা যদি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করে কাজ করতে হবে।”

Link copied!