• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ঢাবিতে ট্রাস্ট ফান্ড গঠন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৭:০২ পিএম
শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ঢাবিতে ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে `মো. মুনিরুল ইসলাম এবং সামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ নামে একটি ফান্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে ফান্ড গঠনে ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. উম্মে বুশরা ফাতেহা কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে চেকটি হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সহোদররা উপস্থিত ছিলেন।

জানা যায়, অধ্যাপক উম্মে বুশরা ফাতেহা সুলতানা তার বাবা-মায়ের নামে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২ জন অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

Link copied!