• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

খসে পড়ল ঢাবির জহুরুল হক হলের ছাদের প্লাস্টার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৭:২৯ পিএম
খসে পড়ল ঢাবির জহুরুল হক হলের ছাদের প্লাস্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের ওই হলের মূল ভবনের ২৭০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, ওই কক্ষে চার শিক্ষার্থীর ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে একজন ফ্লোরে ও বাকিরা বিছানায়। ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। প্রথমে তারা বিষয়টি বুঝতে না পারলেও লাইট জালিয়ে পরে নজরে আসে সবার।

এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো আব্দুর রহিম বলেন, হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় এমন ঘটনা ঘটছে। এত বছর হলো একটি হল প্রতিষ্ঠা হয়েছে। স্বাভাবিকভাবেই ভবনের কার্যক্ষমতা অনেক কমে গেছে।

তিনি আরও বলেন, “এখানে আমি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও তেমন কিছু করতে পারব না। সাময়িক প্লাস্টার করে দিলে সেটাও দীর্ঘস্থায়ী হয় না। তবে মেগা প্রজেক্টের আওতায় নতুন ভবন নির্মাণের বিল পাস হয়েছে। সেটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা কমবে আসবে।”

Link copied!