আন্দোলনরত চবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৬:৪৮ পিএম
আন্দোলনরত চবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

কোটা সংস্কারের এক দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পূর্ব ঘোষিত কর্মসূচি ‘বাংলা ব্লকেড’ পালন করতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নগরীর টাইগারপাস মোড়ে মিছিল নিয়ে প্রবেশের সময় পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আহত হন কয়েকজন শিক্ষার্থী। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টাইগারপাস মোড় থেকে মিছিল নিয়ে নগরীর ২ নম্বর গেট এলাকায় উপস্থিত হন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!