• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০২:২১ পিএম
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হবে বুধবার (৩০ এপ্রিল)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনার লক্ষ্যে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১০ ঘণ্টা মিটিং শেষে বুধবার ভোর সাড়ে ৫টায় আজকে জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন আজকের সভায় জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে একমত হয়েছে। আমরা আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করব।”

সভা শেষে জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটবে আজকের জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই হামলার বিচারের পাশাপাশি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।”

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার ও অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “জাকসু বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবিরও দীর্ঘদিন ধরে এটি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জাকসুর তফসিল ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আশা করি, জাবি প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সুন্দর পরিবেশে জাকসু নির্বাচন বাস্তবায়ন করার দ্বারা ৩২ বছরের অচলায়তন কাটিয়ে উঠবে।”

Link copied!