• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

জাবিতে নবনির্মিত দুটি হলের চাবি হস্তান্তর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৯:১১ পিএম
জাবিতে নবনির্মিত দুটি হলের চাবি হস্তান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ১৮ নম্বর ছাত্রী হল এবং ২১ নম্বর ছাত্র হলের চাবি সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৮ নম্বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান এবং ২১ নম্বর হলের প্রাধ্যক্ষ ড. মো. তাজউদ্দিন সিকদারের কাছে হলের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

চাবি হস্তান্তরকালে উপাচার্য আশা প্রকাশ করেন শিগগিরই নবনির্মিত আরও চারটি হল সংশ্লিস্ট প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করা যাবে। তখন বিশ্ববিদ্যালয় থেকে গণরুমের সংস্কৃতি উঠে যাবে।

উপাচার্য নতুন হলের শুভকামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে হলের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানান।

হল দুইটি ইতোমধ্যে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কয়েক দিনের মধ্যে এ হল দুইটিতে শিক্ষার্থী উঠানো হবে।

Link copied!