• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বিনা মূল্যে ইন্টার্নশিপ করার সুযোগ জাপানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৪:১৯ পিএম
বিনা মূল্যে ইন্টার্নশিপ করার সুযোগ জাপানে
বিনা মূল্যে ইন্টার্নশিপ করার সুযোগ জাপানে। ছবি: সংগৃহীত

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য বাংলাদেশি শিক্ষার্থী সহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।

২০২৪ সালের ১ অক্টোবর শুরু হবে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ চলবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।

যোগ্যতা

  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
  • ভালো ফল থাকতে হবে;
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি

  • স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ);
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে);
  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;
  • রিকমেন্ডেশন লেটার।

সুযোগ-সুবিধাসমূহ:

  • রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন পাবেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৪০ টাকা। 
  • ফ্রি ভিসা সাপোর্ট;
  • জাপানে যাতায়াতের বিমান টিকিট;
  • আবাসন ও ইনস্যুরেন্স।

আবেদনের পদ্ধতি
এই লিংক থেকে বিস্তারিত জেনে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

Link copied!