• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৭:১৫ পিএম
জবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নতুন সেশনের শিক্ষার্থীদের ক্লাশ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। ইনস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের শনিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ক্লাস শুরু হওয়ার পরেও ৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র স্ব স্ব বিভাগে জমা দিতে পারবেন।

‘কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে কি না’ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস শুরু হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ৩ সেপ্টেম্বরে স্ব স্ব বিভাগে তাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে।

র্যাগিংয়ের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বলতে কোনো শব্দ নেই। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্যের নির্দেশনা রয়েছে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!