• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে রিকশাচালকদের মাঝে ছাত্রলীগের রেইনকোট বিতরণ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:৪৯ পিএম
জাবিতে রিকশাচালকদের মাঝে ছাত্রলীগের রেইনকোট বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে অসহায় রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঠ প্রাঙ্গণে এই রেইনকোট বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

চালকরা জানান, বৃষ্টিতে রিকশা চালাতে খুবই কষ্ট হয়। এই রেইনকোটের জন্য আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।

রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, “বৃষ্টির মধ্যে রিকশা চালাইতে অনেক কষ্ট হয়, রেইনকোট কেনার টাকাও ছিল না। ভাইদের দেওয়া রেইনকোট পইরা রিকশা চালামু, আগের থেকে কষ্ট কম হইবে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, “আমাদের ক্যাম্পাসে যারা রিকশা চালান তারা আমাদের ছাত্রদের জন্যই কষ্ট করেন। বেশ কয়েক দিন ধরে বৃষ্টিতে দেখছি যে অনেক রিকশা চালক বৃষ্টিতে ভিজে রিকশা চালায়। এ জন্য মানবিক দিক বিবেচনা করে আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছি। সামনেও আমরা সবার জন্য ভালো কাজ করতে চাই।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!