জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক চূড়ান্ত পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী বিভিন্ন বিভাগের ৪০ শিক্ষার্থীর মাঝে ৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিসিএস অফিসার্স ফোরাম।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ বলেন, “অ্যালামনাইরাই হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তারা বিশ্ববিদ্যালয়কে দেশবিদেশের তুলে ধরে। আজ এর প্রমাণ দিল বিসিএস অফিসার্স ফোরাম। তারা পড়াশোনা শেষ করে ক্যাম্পাসকে ভুলে যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন। আমি আশা করব শুধু শিক্ষাবৃত্তি না, ভবিষ্যতে তারা গবেষণাসহ শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করবেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, “অ্যালামনাইয়ের পক্ষ থেকে এই প্রথম এত বড় বৃত্তি দেওয়া হচ্ছে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তার পরিবার উপকৃত হবে। এ জন্য আমি ধন্যবাদ জানাই। আশা করছি বিসিএস ফোরাম প্রতি বছর তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে।”
বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সানজীদা রহমান বলেন, “এ বৃত্তি পাওয়ার ফলে আমরা পড়াশোনা ও ক্যারিয়ার ফোকাসে আরও বেশি মনোযোগী হবো। আমার পরিবারও এতে খুশি হবে। এজন্য আমি বিসিএস ফোরামকে ধন্যবাদ জানাই।”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাবি বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, “সাধারণত কোনো ব্যক্তির প্রশংসা করলে তিনি খুশি হন। আজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বা বৃত্তি প্রদানের কারণে তারও খুশি হবে। কিন্তু এ খুশি হওয়াই শেষ নই। তারা এ বৃত্তির মাধ্যমে জীবনে অনেক দূর এগিয়ে যাবে। এটা মেধার স্বীকৃতি। তোমরা নিজেকে প্রস্তুত করো।”
তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক ও বিসিএস ফোরাম জাবি শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডিএমপি ডিবি ডিসি মো. আবদুল আহাদ, কোষাধ্যক্ষ বজলুর করিম, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, জাবির সমাজবিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবির প্রমুখ।