• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বশেমুরবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন নিয়োগ


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৪:৪৯ পিএম
বশেমুরবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন নিয়োগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের কৃষি বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক শাহিন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে ড. নাজমুল হক শাহিন বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে সবার সহায়তা কামনা করছি। কৃষি অনুষদকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে সর্বাত্মক চেষ্টা করব। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!