• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

একাদশে ভর্তি: ৪র্থ ধাপের ভর্তির আবেদন শেষ আজই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৫:৪৪ পিএম
একাদশে ভর্তি: ৪র্থ ধাপের ভর্তির আবেদন শেষ আজই

চলতি বছর একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপের ভর্তির আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ। ভর্তির জন্য কলেজ না পাওয়া ৫০ হাজার শিক্ষার্থী এ আবেদন করতে পারবেন সোমবার (৯ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার রাত ৮টায়।

কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দুদিনের জন্য চতুর্থ ধাপে ভর্তির আবেদন চলছে। উচ্চ মাধ্যমিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। তারা এটা কাভার করতে পারবে। এবার যারা ক্লাস শুরু করেছে, তাদের এইচএসসি পরীক্ষা হবে ২০২৫ সালের জুনে। এ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন ১৫ অক্টোবর।

এদিকে, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে ১৩ লাখের মতো শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ১২ লাখ ভর্তির সুযোগ পেয়েছে। তবে ভর্তি শিক্ষার্থীদের রোববার (৮ অক্টোবর) থেকে ক্লাস শুরু হয়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!