• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এডিবি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ পাবে ৩০০ শিক্ষার্থী, পড়বেন ৯ দেশে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০১:৫৫ পিএম
এডিবি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ পাবে ৩০০ শিক্ষার্থী, পড়বেন ৯ দেশে
ছবি: সংগৃহীত

জাপান সরকারের সম্পূর্ণ অর্থায়িত এডিবি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এবার এশিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেবে। এ বৃত্তি পেলে এডিবির সদস্য ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।

আবেদনকারীর বয়স অবশ্যই ৩৫ বছরের কম এবং ভাল ফলাফলসহ স্নাতক সম্পন্ন হবে হবে। এডিবি স্কলারশিপটির মেয়াদ এক বছর। প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত মেয়াদ বাড়নো যাবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর।

এডিবি স্কলারশিপের বিস্তারিত তথ্য
বৃত্তি দেবে:  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ
যারা আবেদন করতে পারবেন: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশের শিক্ষার্থীরা।
আর্থিক কাভারেজ: সম্পূর্ণ অর্থায়িত।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়: প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজস্ব সময়সীমা নির্ধারণ করা আছে।
এডিবি স্কলারশিপের সময়সীমা: সারা বছর।

আর্থিক সুবিধা
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ ২০২৪ এর সম্পূর্ন অর্থায়ন করবে জাপান সরকার। এতে-
সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
জীবনযাপনের জন্য মাসিক ব্যয়ভারের অর্থ
আবাসন ভাতা
বই ও শিক্ষামূলক উপকরণের জন্য ভাতা
চিকিৎসাবীমা
ভ্রমণ খরচ

অধ্যয়নের বিষয়গুলো-

বিজ্ঞান ও প্রযুক্তি
অ্যাগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এনার্জি, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট, ফরেস্ট্রি, জেনেটিকস এবং হেলথ।

ইকোনমিকস বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট
অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট, কমার্স, ই-বিজনেস, উদ্যোক্তা, ইকোনমিকস, ফিন্যান্স, ইন্টারন্যাশনাল কো–অপারেশন এবং সোশ্যাল সায়েন্স।

ডেভেলপমেন্ট স্টাডিজ
এশিয়া প্যাসিফিক স্টাডিজ, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট স্টাডিজ।

’ল ও পাবলিক পলিসি
ইন্টারন্যাশনাল বিজনেস ’ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ’ল, পলিসি স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক পলিসি।

আবেদনের যোগ্যতা
এডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে
দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে
কমপক্ষে দুই বছরের পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স ৩৫ বছরের কম হতে হবে
পড়াশোনা শেষে নিজ দেশে ফিরতে হবে।

আফগানিস্তান, আরমেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া সহ ৪০ টি দেশের আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!