• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এনএসটি ফেলোশিপ পেলেন বশেমুরবিপ্রবির ১১ শিক্ষার্থী


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৫:১৫ পিএম
এনএসটি ফেলোশিপ পেলেন বশেমুরবিপ্রবির ১১ শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ কর্মসূচির’ আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১১ শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন। পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান থেকে ৯২৬, ভৌতবিজ্ঞানে এক হাজার ২১৪, এমফিল পর্যায়ের ৪ ও পিএইচডি করতে ৬ জন শিক্ষার্থী এই ফেলোশিপ পান।

বশেমুরবিপ্রবির ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসি বিভাগের মেহের আফরোজ, মো. রোকনুজ্জামান, মো. আরাফাত হোসেন, তৌহিদুল ইসলাম তানিম, মো. তাহাজুল ইসলাম ও মেহেনাজ ফারিহা সেতু।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আরাফাত হোসেন, মো. সাদ্দাম, আল-আমীন, পরিসংখ্যান বিভাগের সাইফুল ইসলাম খন্দকার ও রসায়ন বিভাগের পিংকি মজুমদার।

Link copied!