• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ভায়ালসহ আটক চবি শিক্ষার্থী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:৪৫ পিএম
ভায়ালসহ আটক চবি শিক্ষার্থী

করোনা ভ্যাকসিনের খালি ভায়াল নিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম কমল দাশ। তিনি বিশ্বিবদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসেন বলেন, “কমল দাশ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিলেন। আমরা তাকে কয়েকবার ডাকার পরেও তিনি ফিরেননি। পরে আমরা পুলিশের সহায়তায় তাকে আটক করি।”

এ এস এম ইমতিয়াজ হোসেন আরও বলেন, “জিজ্ঞাসাবাদে তিনি জানান খালি ভায়াল গবেষণার জন্য নিয়েছিলেন। পরে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।”

পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে শিক্ষার্থী কমল দাশ জানান, গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী টিকা দিয়ে কাউকে না বলে একটি ভায়াল নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে।”

Link copied!