• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

কুবিতে পরিবহন ফি মওকুফ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৫:১০ পিএম
কুবিতে পরিবহন ফি মওকুফ

করোনাকালের জন্য পরিবহন ফি মওকুফ ও স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের পরিবহন ফি ১ হাজার টাকা মওকুফ করা হয়েছে। আর মাস্টার্সের ভর্তি ফি কমানো হয়েছে।”

তবে মাস্টার্সের ভর্তি ফি কতটুকু কমানো হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যারা পরিবহন ফি জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, “যারা জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে ওই টাকা পরের বারের ক্ষেত্রে যোগ হবে ও সমন্বয় করা হবে। আমরা মিটিং করে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত চূড়ান্ত করবো।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!