• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ইবি শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট ড. দেবাশীষ


ইবি প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২২, ০৫:৩২ পিএম
ইবি শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট ড. দেবাশীষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

বুধবার (১ জুন) দুপুর ১২টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আগামী এক বছরের জন্য সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত হল প্রভোস্টকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল হোসেনে, আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, শাখা কর্মকর্তা সুজল কুমার অধিকারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ সময় নবনিযুক্ত প্রভোস্ট সংশ্লিষ্ট সকলকে নিয়ে সুষ্ঠুভাবে হল পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
 

Link copied!