দীর্ঘ ১৮ মাস পর আবাসিক হলগুলো খুলে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
শনিবার (৯ অক্টোবর) শিক্ষার্থীদের ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বিস্কুট ও চকলেট দিয়ে বরণ করে নেয় নিজ নিজ হল কর্তৃপক্ষ।
সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের ফুল, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।
দীর্ঘদিন পর হলে প্রবেশ করতে পেরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। হলে প্রবেশের সময় কারও মুখে ছিল আনন্দের ছাপ আবার কারও কারও মুখে ছিল ক্লান্তি শেষে দীর্ঘ নিশ্বাস।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “এত দিন পর হল খুলে দিতে পেরে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও খুব আনন্দিত। এখন আমাদের একার পক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত সম্ভব হবে না, শিক্ষার্থীদেরও আত্মসচেতন হতে হবে।”