ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হচ্ছে।
ডিবেট ফর ডেমিক্রোসির আয়োজনে প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিরোধী দল হিসেবে রয়েছেন আমেরিকান ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।